যে ৫টি কারণে সিনেমার বাজার লাভবান হয়

















মানুষ স্বাভাবিক ভাবেই খুব রোমান্টিক হয়ে থাকে।
তাদের এই রোমান্টিকতা ধরে রাখতে চলচ্চিত্র একটি
বিশেষ অবদান রাখে। বর্তমান বিশ্বে মানুষ যেভাবে
বিদ্যুতের গতিতে এগিয়ে যাচ্ছে, সেইভাবে সিনেমার বাজার এগিয়ে যাচ্ছেনা।
সিনেমার মানের চেয়ে আজ টাকা হাতিয়ে নেওয়ায় সিনেমা
সংশিষ্টদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে।
আর এ কারণে অনেক সিনেমা প্রেমী এখন সিনেমা দেখা বন্ধ করে দিয়েছে।
কিন্তু ৫টি দিক লক্ষ রাখলেই একটি সিনেমার মান ঠিক থাকার পাশাপাশি লাভের পরিমানটা বেশি হয়।
.
১। সৃজনশীল গল্পঃ মানুষ স্বভাবতই সৃজনশীলতাকে প্রধান্য দেয়।
তারা চায় নিত্য-নতুন কিছু শিখতে। একটি ভাল গল্প যেমন নতু
 কিছুর শিক্ষা দেয় সেই সাথে তা নতুন ধারণা তৈরি করে। যা দর্শকেরা সাদরে গ্রহণ করে। 
.
২। দর্শকদের অস্থিরতায় রাখাঃ সিনেমার গল্পের মাঝে এমন ২-৩ টি অবস্থা সৃষ্টি করতে
হবে যেন তা দর্শকদের মাঝে পরবর্তী অবস্থাটি দেখার অস্থিরতা সৃষ্টি করে। এতে করে
দেখা যায় ঐ সিনেমার দৃশ্যটি দেখার জন্য পুনরায় এসেছে!
 আরো পড়তে পারেন,
,
 একি করলেন নায়ক বাপ্পি চৌধুরী 
.
মাশরাফির নায়িকা হতে চাই: পূজা চেরি রায়  
.
৩। গ্রাফিক্স কাজ গুলোতে নিপুনতাঃ আজকাল অধিকাংশ সিনেমায় গ্রাফিক্স বিষয়টি প্রাধান্য দেয়।
মনে রাখতে হবে, গ্রাফিক্স কাজ গুলো কখনোই জীবন্ত চিত্রের চেয়ে প্রাধান্য পাবেনা।
তবে এখানে নিপুনতার সাথে গ্রাফিক্স কাজ গুলো করতে পারলে তা জীবন্ত চিত্রকে ফুটিয়ে তুলতে পারে।
এতে করে দর্শকদের আগ্রহের পাশাপাশি প্রযোজক ভাল আয় হাতিয়ে নিতে পারবে। 
.
৪। পোষ্টারে কয়েকটা দৃশ্য রাখাঃ একটা সময় ছিল যখন মানুষেরা শুধুমাত্র পোষ্টার দেখেই
সিনেমা হল গুলোতে ভিড় জমাতো! বর্তমানে যেসব পোষ্টার তৈরি হচ্ছে তাতে অনেক দৃশ্য লক্ষ করা যায়।
এতে দর্শকরা সিনেমার অবস্থাটি অনুধাবন না করার কারণে বিশৃঙ্খলার সম্মুখীন হয়।
ফলে ঐ সিনেমার প্রতি অনিহার কারণে সিনেমাটি দেখেনা। পোষ্টারে কমপক্ষে ৩-৫টি দূশ্য
রাখার প্রতি নজর দিতে হবে।
এতেকরে সিনেমাটি দেখার প্রতি তাদের আগ্রহ জন্মানোর সাথে সাথে লাভবান হওয়া যাবে।
 .
 আরো পড়তে পারেন,
 .
  মেরিল প্রথম আলো পুরুষ্কার না পেয়ে শাকিব খান চটেছেন
 .
বুবলি কাকে বিয়ে করছেন  
.
আজ আরেফিন শুভর জন্মদিন  
.
৫। পুনরায় প্রচারণা করাঃ ইন্টারনেটের জামানায় আজকাল সব খবর ফোনেই পাওয়া সম্ভব।
আবারো সকলেই যে সিনেমার খবর প্রতিনিয়ত রাখবে এমন লোকও কম। কেননা সিনেমা
প্রেমিরা সিনেমার খবর প্রতিনিয়ত রাখলেও, যারা সিনেমা দেখেনা তারা তা রাখেনা।
এক্ষেত্রে সিনেমা রিলিজের আগে থেকে শুরু করে শেষ পর্যন্ত পুনরায় প্রচারনার কাজ চালিয়ে যেতে হবে।
এক্ষেত্রে সোস্যাল মাধ্যম গুলোতে বেশি তৎপর হতে হবে। তাছাড়া বিভিন্ন টেলিভিশনে এডের
ব্যবস্থা বা শিরোনাম আকারে ঘন ঘন প্রকাশ করাটাও প্রচারনার একটা ভাল দিক।
বলা হয়ে থাকে, সিনেমার অধিক প্রচারনার মাধ্যমে সিনেমার বাড়তি আয় আসে।
Previous
Next Post »