একি করলেন নায়ক বাপ্পি চৌধুরী










শনিবার রাত সবাই যখন বাড়ির উদ্দেশ্য
বাড়ি ফিরছেন, ঠিক ঐ সময়টিতে মহাখালী
ফ্লাইওভারের নিচে এক অভাবনীয় কান্ড ঘটল।
এক নারী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
আশেপাশ দিয়ে হাজারো গাড়ি চলছে অতচ
নজর নেই ঐ রক্তাক্ত মহিলাটির দিকে।
অনেকক্ষণ পর কয়েকটি মোটরগাড়ি থামল।
বেশ জ্যাম লাগল জায়গাটিতে।
নারীটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ির
প্রয়োজন হয়েছিল। অতচ কোন গাড়িই থামছেনা।
মহাখালীর ঐ পথ দিয়েই যাচ্ছিলেন ঢালিউডের
জনপ্রিয় ও সুলতান উপাধিতে ভূষিত নায়ক বাপ্পি
চৌধুরী।সামনে জ্যাম দেখে তিনি গাড়ি থামান
এবং সামনা-সামনি গিয়ে ঘটনাটি দেখেন।
কোন রকম অপেক্ষা নাকরে তিনি তার গাড়িতে
করে রক্তাক্ত নারীকে নিয়ে কুর্মিটোলা হাসপাতালে
উপস্থিত হন। রোগীর যাবতীয় ট্রিটমেন্ট করে
ডাক্তারদের কাছে তার সম্পর্কে পরামর্শ নিলেন।
রোগীর যাবতীয় সাধারণ চিকিৎসা না করা পর্যন্ত
তিনি সেখানে থেকেই যান। একজন মহৎ মনের
পরিচয় দিলেন নায়ক বাপ্পি চৌধুরী।
এটা শুধু এই প্রথমবার নয়,
এর আগেও তার বেশকিছু কাজে মহত্বের প্রমাণ পাওয়া গেছে। 
এ সম্পর্কে, ষ্টারটক বিডি ডটকমকে দেওয়া সাক্ষাতকারে বাপ্পি বলেন,
একজন মানুষ হিসেবে প্রত্যেকের দায়িত্ব
আশেপাশের বিপদে পড়া মানুষ গুলোর পাশে দাঁড়ানো।
আমি যদি অন্যের বিপদে এগিয়ে আসি, তাহলে তারা আমার বিপদেও
আমার পাশে গিয়ে দাঁড়াবে। . মানবতার চূড়ান্ত একটি প্রতিফলক
সৃষ্টি করলেন ঢালিউডের এ নায়ক।
হয়ে গেলেন, সিনেমার হিরোর পাশাপাশি বাস্তবতার হিরো।
First