এ সময়ের আলোচিত ও সমালোচিত নায়িকা
শবনম বুবলি। একমুখী নায়ক শাকিব খানের
সাথে সব ছবি করাই তিনি ব্যাপকভাবে সমালোচিত।
শাকিব ভক্তকূলের দাবি, তাদের পছন্দের নায়ক
শাকিব খান যেন বুবলির সাথে ছবি না করে।
অতচ, একটার পর একটা ছবি করেই চলছেন বুবলির সাথে।
এ বছর ভালবাসা দিবস উপলক্ষে
একটি অনুষ্ঠানে বুবলিকে আমন্ত্রণ জানানো হয়।
অনুষ্ঠানে বুবলিকে বলা হয়, জীবন সঙ্গী হিসাবে কেমন ছেলে
আপনার পছন্দ? বুবলি বলেন, যে আমাকে বুঝবে এবং আমার
অতীত জীবন নিয়ে যে ঘাটাঘাটি করবেনা। এমন ছেলেই
আমার খুব পছন্দ। বুবলিকে আরো বলা হয়,
শাকিব খান ছাড়া আপনি কেন অন্য নায়কদের সাথে ছবি করেন না?
উত্তরে বুবলি বলে,শাকিব খান হচ্ছে এদেশের সুপারষ্টার।
তার সাথে সব নায়িকাই ছবি করতে চায়। তাছাড়া আমি কখনো
বলিনি যে, আমি অন্য নায়কদের সাথে ছবি করবনা।
ভাল গল্পের ছবি হলে অবশ্যেই করব।
EmoticonEmoticon