ঢালিউডে ২০ বছরের প্রতিটা সময়ে মাতিয়ে রেখেছেন
ঢালিউড সুপারষ্টার শাকিব খান।
বলতে গেলে, গত ১০ বছর থেকে তিনিই ঢালিউডে রাজত্ব করে আসছেন।
যার ফলশ্রুতির কারণে তিনি বাংলাদেশের বাহিরে ওপার বাংলাও বেশ জনপ্রিয়।
যার জনপ্রিয়তা বেশি কৃতিত্বটাও তার বেশি। অতচ গত দু'বছর
থেকে তার মেরিল প্রথম আলো তারকা পুরুষ্কারটা হাতেই আসছেনা!
দর্শকদের ভোটা-ভুটিতে মেরিল প্রথম আলো তারকা
পুরুষ্কারের সেরা নায়ককে পুরুষ্কারে ভূষিত করা হয়।
বেশ কয়েকবার তিনি এই পুরুষ্কার লাভ করেছেন।
অতচ টানা দুই বছর থেকে তিনি পুরুষ্কার পাচ্ছেননা।
গত বছর সেরা নায়ক হয়েছেন আরেফিন শুভ আর এ বছর সিয়াম আহমেদ।
অতচ শাকিবের ফ্যানদের তুলনায় তাদের দু'জনের ফ্যানের পরিমাণ নিতান্ত নগন্য।
তাহলে এটাকি প্রথম আলোর কার-সাজি নয়? হ্যাঁ সহজেই এটা বুঝা যায়।
এই পুরুষ্কার না পাওয়া নিয়ে চটেছেন এই সময়ের ঢালিউড সুপারষ্টার শাকিব খান।
সেই সাথে তার ভক্তদেরও গভীর আক্ষেপ দেখা গেছে সোস্যাল মিডিয়া ফেসবুকে।
.
আরো পড়তে পারেন,
.
ঝড় উঠেছে শাহেনশাহ্ ছবির ২য় গানে!
.
রমযান ঈদে আসছে শাকিব- বুবলির পার্সওয়াড
.
চলচ্চিত্রের দুর্দিনে বাপ্পি চৌধুরীর যা করার দরকার
.
ইউটিউবে ঝড় তুলেছে শাকিব ফারিয়ার রসিক আমার গান
.
বুবলি কাকে বিয়ে করছেন
EmoticonEmoticon