শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ আসছে এই পূজোতে













বহুল কাঙ্খিত ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ মুক্তি পাচ্ছে এই পূজোতে!
হিন্দু ধর্মাম্বলীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা।
উৎসবের আমেজে একটু খানি
আনন্দ ছড়াতেই ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানা গেছে।
ছবিটি নিয়ে ইতিপূর্বেই সিনেমহলে তোলপাড় উঠেছে।
তোলপাড়ের বড় বিষয়টি হচ্ছে অপু-বাপ্পির প্রথম জুটি।
আমরা ভালভাবেই জানি,ইতিপূর্বে ঢালিউড কুইন
শাকিব খান ছাড়া কারো সাথেই প্রায় ছবি করেননি!
এবার উল্টে গেছে সেই পূর্বের ইতিহাস!
প্রখ্যাত পরিচালক দেবার্শীষ বিশ্বাস এই জুটির মিলনদাতা।
 আরো পড়তে পারেন,
.
 যে ৫টি কারণে সিনেমার বাজার লাভবান হয় 
.
মাশরাফির নায়িকা হতে চাই: পূজা চেরি রায়  
.
ঝড় উঠেছে শাহেনশাহ্ ছবির ২য় গানে! 
.
মেরিল প্রথম আলো পুরুষ্কার না পেয়ে শাকিব খান চটেছেন  
.
চলচ্চিত্রের দুর্দিনে বাপ্পি চৌধুরীর যা করার দরকার
.
তিনি খুব গভীর কেমিষ্ট্রির মাধ্যমে ফুটিয়ে তুলতে যাচ্ছেন বাপ্পি_অপু জুটিকে।
ছবিটি নিয়ে অনেক আশাবাদী ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী,
সেই সাথে অপু বিশ্বাস ও এই ছবির পরিচালক দেবার্শীষ বিশ্বাস।
সেই সাথে দর্শকও আশা করছেন হারানো অপু বিশ্বাস
এই ছবির মাধ্যমে আবারো শোবিজ পাড়ায় আগের মতই রাজত্ব করবেন।
Previous
Next Post »