কোয়ালিফায়ারে কুমিল্লার কাছে রংপুরের পরাজয়










এবিডি ভিলিয়ার্স ও হিলসের নিজেদের
দেশে চলে যাওয়ায় রংপুর রাইডার্স এক
অর্থে ব্যাটসম্যানহীন হয়ে পড়ে। এরপরেও
মাশরাফিয়ান রংপুর রাইডার্সরা ১৬৫/৫
করতে পেরেছিল। অপরদিকে সুসংগঠিত
তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ানস্ শুরুর প্রথম
থেকেই ঝড়ো হাওয়া তোলে। লুয়েজের ঝড়ো
ব্যাটিংয়ে নিজেদের ফাইনালে উঠার আভাস
শুরুতেই পেতে থাকে। সময় যত গড়াতে থাকে,
লুয়েজ তত ভয়ানক হতে থাকে। অবশেষে কয়েক
বল হাতে থাকতেই ম্যাচকে জয়ের সীমানায় নিয়ে যান।
গতবারের শক্তিশালী রংপুর রাইডাসকে ৮ উইকেট
হাতে রেখেই ফাইনালে উঠার কৃতিত্ব অর্জন করান।
আগামী ৬ই ফেব্রুয়ারী ঢাকা ডাইনামাইটস ও
রংপুর রাইডাসের মধ্যেকর দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে।
খেলাটি সন্ধ্যা সাড়ে ৬ টায় সম্প্রচার করা হবে।
Previous
Next Post »