সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক
জনপ্রিয় ও সবকিছুর শীর্ষে। দিন দিন ফেসবুকের
ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলছে। ২০০৪ সালের
আজকের এই দিনে ফেসবুক প্রতিষ্ঠিত হয়।
শুরুর দিকটা সাধারণভাবেই মনে করেছিলেন
ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। মার্ক জুকারবার্গ
আমেরিকার হাবার্ট ইউনিভাসির্টির কম্পিউটার সায়েন্স
এন্ড ইন্জিনিয়ারিংয়ের ছাত্র ছিল। তিনি একজন কম্পিউটার
প্রোগ্যামার। তিনি চেয়েছিলেন, হাবার্ট ইউনিভাসির্টিতে এমন
একটি সামাজিক মাধ্যম প্রতিষ্ঠা করতে হবে, যাতে করে এই
ইউনিভাসির্টির স্টুডেন্টরা নিজেদের মধ্যে খুব সহজেই
যোগাযোগ করতে পারে। যেমন তার চিন্তা,তেমন কাজ।
জুকারবার্গ তার দুই সহযোগী নিয়ে ফেসবুক প্রতিষ্ঠা করে
ফেললেন। প্রথম দিকটাই তার তার ইচ্ছা মত এটা শুধু হাবার্ট
ইউনিভাসির্টির অধ্যয়নরাই ব্যবহার করত।ফেসবুকের গঠন
ও ব্যবহার এতটাই সহজ ছিল যে, কয়েক মাসেই এটি গোটা
আমেরিকাতে ছড়িয়ে পড়ে! আস্তে আস্তে মার্ক জুগারবার্গ এটার
নেটওয়ার্ক বাড়িয়ে দেন। তারপর বহিঃবিশ্বের দেশ গুলো ফেসবুক
সম্পর্কে অবগিত হলে, জুকারবার্গ সামর্থ ও পজিশন নিয়ে নেটওয়ার্ক
গড়ে তুলেন। এখন গোটা পৃথিবীতেই মার্ক জুকারবার্গের ফেসবুকের
পরিচিতি। বাংলাদেশে কারো ফেসবুক আইডি নেই বললেই,
তাকে আম জনতা হিসেবে অধিকাংশ মনেকরে।
EmoticonEmoticon