বরাবরের চেয়ে কিছুটা ভিন্ন ধারা বেছে নিয়েছে
আওয়ামী লীগ। আওয়ামী লীগের সংরক্ষিত দলীয়
মনোনয়ন সংগ্রহ করেছে প্রায় ৪ শতাধিক। এবার
একাদশ নিবাচনে সংসদীয় এ দলটির জন্য ৪৩টি আসন
ছিল। চার শতাধিক মনোনয়ন বাছাই করার পর দলীয়
সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৩ জনকে
মনোনয়ন দিয়েছেন। এবার মনোনয়নের ক্ষেত্রে কিছুটা
ভিন্ন পথ অবলম্বন করা হয়েছে। যারা দলের বিপদে-আপদে
সবসময় পাশে ছিলেন,মুক্তিযোদ্ধাদের সন্তান, দক্ষিণ অন্চলের
সুবিধা বন্চিত নেত্রী ও যোগ্যতাবান দেরকেই মনোনয়ন দেয়া
হয়েছে। এ প্রসঙ্গে আওয়ামী ও অন্যান্য নেতা-কর্মীরা এ তথ্য বলেছেন।
EmoticonEmoticon