বর্তমান বিশ্বে ডায়াবেটিসের রোগীর সংখ্যা বেড়েই চলছে।
বলা হয়ে থাকে, মোট জনসংখ্যার প্রায় ১০০ জনের মধ্যে
২০ জনই ডায়াবেটিসে আক্রান্ত!!!
.
ডায়াবেটিসঃ আমরা শরীরে শক্তি উৎপাদনের জন্য খাই।
এই খাবারের মধ্যে যে খাবার গুলোতে হাইড্রোকার্বনেট (শর্করা)
জাতীয় খাবার খাই, তা আমাদের শরীরে গ্লুকোজ (চিনি) তৈরি করে।
শরীরের কোষ গুলো এই গ্লুকোজ থেকে শক্তি উৎপাদন করে আমাদের
স্বাভাবিক চলাফেরা পরিচালনা করে।
অগ্ন্যাশয়ের কোষ গুলো হরমোন নামে এক প্রকার রস বের করে।
এই রস কোষ গুলোতে গ্লুকোজকে পৌঁছে দিলেই আমরা শক্তি পাই।
কোন কারণে এই হরমোন তৈরি ব্যাহত হলেই ডায়াবেটিস হয়।
হরমোন না থাকার কারণে রক্তে চিনির মাত্রা বেড়ে ডায়াবেটিস হয়।
.
ডায়াবেটিসের লক্ষণ
১। ঘন ঘন প্রসাব হওয়া
২। চোখে ঝাপসা দেখা
৩। অধিক পিপাসা লাগা
৪। অধিক খাওয়া সত্বেও, ঘন ঘন ক্ষুদা লাগা
৫। খুব বেশি অবসাদ লাগা
৬। শরীর শুকিয়ে যাওয়ায় ওজন কমে যায়
৭। স্মরণ শক্তি কিছুটা কমে যায়।
৮। অসাড়তা বা অস্তিরতা লাগা
৯। বিরক্তি ভাব লাগা
১০। ঘন ঘন ইনফেকশন হওয়া
১১। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া।
EmoticonEmoticon