কিভাবে পালন হল বিশ্ব ভালবাসা দিবস

১৪ই ফেব্রুয়ারী, পুরো পৃথিবী জুড়ে একসাথে
পালিত হয় বিশ্ব ভালবাসা দিবস। ইংরেজদের
সাথে তাল মিলিয়ে বাংলাদেশীরাও দিনটিকে
পালন করে আসছে। দিনের শুরুতেই সকলে
প্রিয় মানুষটিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।
বিভিন্ন বিনোদন পার্কে আগমন, সিনেমা দেখা,
জাদুঘর দেখাসহ অনেক কাজ এ দিনটিতে ঘটে থাকে।
দিনটির বিশেষ একটি আয়োজন হল, প্রিয়জনকে
গোলাপ ফুল প্রদান করা। বলা হয়ে থাকে,
বছরের ১০০ ভাগের ২ ভাগ ফুল এই দিনটিতে বিক্রি
হয়ে থাকে। বিভিন্ন বিনোদন পার্ক গুলোতে লোকের
সরাগম দেখা যায় উল্লেখযোগ্য ভাবে। বিশেষ করে
প্রণয়-প্রণয়িনীরা দিনটির অধিকাংশ সময় পার্ক
গুলোতে কাটিয়ে থাকে।
দিনটিতে অধিকাংশ যুবক-যুবতীরা দেহ মিলনেও জড়িয়ে পড়ে!!!
Previous
Next Post »