অত্যন্ত মৌলিক গল্পের সম্পাদন করেছেন গুণী
নির্মাতা তারেক শিকদার। বিশ্ব ভালবাসা দিবস
উপলক্ষে আগামী ৮ই ফেব্রুয়ারী মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
ছবিটিতে অভিনয় করেছেন এই সময়কার গুণী
অভিনেতা ও অভিনেত্রীরা। দেখা যাবে বাপ্পি চৌধুরী,
আঁচল আঁখি ও বিদ্যা সিনহা মিমকে এক সঙ্গে।
ছবিটিতে দুজন নায়িকার আলোকে কেন্দ্রীয় চরিত্রে
থাকবেন বাপ্পি চৌধুরী।
এ ছবির বর্ণমালা ও তুমি বাঁধোনি আমাকে গান দুটি
দর্শকদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
ছবিটির প্রচারণা ও উল্লাস মুখরতা থেকে ছবিটি সুপারহিট ও
ব্যবসা সফল ছবি হতে যাচ্ছে বলে সংশ্লিষ্টদের আশাবাদ।
EmoticonEmoticon