নামায সব খারাপ কাজ থেকে বিরত রাখে

পবিত্র কোরআনে বলা হয়েছে,
"ইন্নাছ ছলাতা তানহা আনিল ফাহশা আনিল মুনকার"
যার অর্থঃ নিশ্চয় নামায যাবতীয় খারাপ কাজ
থেকে বিরত রাখে। . উক্ত আয়াত নাযিল হবার
পর উপস্থিত সাহাবীরা নবীজী মুহাম্মদ (সাঃ)
কে বললেন, হে আল্লাহর রাসূল (সাঃ) উক্ত
আয়াতের তাৎপর্য কি? নবীজী (সাঃ) বললেন,
যে নামায পড়ে খারাপ
কাজ থেকে সরে থাকা যায়না, সে নামায নামাযই নয়।
Previous
Next Post »