ঢালিউডের শীর্ষ তারকারা শাকিব খান এবার
পার্সওয়াড ছবিতে শুটিং করতে চলছে। ছবিটি
পরিচালনা করেছেন গুণী নির্মাতা মালেক আফসারী।
ছবিতে শাকিবের বিপরীতে রয়েছেন এ সময়ের
আলোচিত নায়িকা শবনম বুবলি। বুবলি নিয়ে
অনেক ঝড় যাওয়ার পরেও একটির পর একটি
ছবি শাকিব করেই যাচ্ছে। এক জরিপে দেখা গেছে,
শাকিব খানের ভক্তরা শুধু শাকিব খান থাকার জন্যেই
ছবি দেখেন। নায়িকার দিকে তাকাননা তারা।
তবে শাকিব-বুবলি জুটি নিয়ে শাকিব ভক্তদের একটা
বিরক্তি কাজ করছে। তারা তাদের প্রিয় নায়ক কিং
খানের সাথের বুবলিকে মেনে নিতে পারছেননা।
এরপরেও শাকিব খান তার সাথে ছবি করেই যাচ্ছেন!!!
আগামী ১৫ই ফেব্রুয়ারী থেকে পার্সওয়াড ছবির শুটিং হতে যাচ্ছে।
EmoticonEmoticon