ফেসবুক লগইন এলার্ট চালু রাখলে কেউ আপনার ফেসুবুকে ঢুকতে পারবেনা










হ্যালো বন্ধুরা,,, আপনারা সকলে কেমন আছেন?
আশাকরি ভাল আছেন। আজ আমি আপনাদের
দেখাব কিভাবে ফেসবুকে লগইন এলার্ট চালু করতে হয়।
ফেসবুক লগইন এলার্ট চালু করলে, আপনার পার্সওয়াডটি
কেউ জানলেও ফেসবুকে ঢুকতে পারবেনা। তো চলুন দেখে
নেওয়া যাক, কিভাবে এটা চালু করা যায়
১। প্রথমে আপনার ফোন-ইমেইল
ও পার্সওয়াড দিয়ে ফেসবুক লগইন করুন।
২। এবার ফেসবুকের Setting & Privacy অপশনে ক্লিক করুন।
৩। এবার Security & Login অপশনে ক্লিক করে ভিতরে প্রবেশ
করুন।
৪। এবার বেশকিছু অপশন আসবে সেখান থেকে
Get Alerts About Unrecognized Login অপশনটিতে ক্লিক করি।
৫। সেখান থেকে Login Alert অপশনে ক্লিক করলে
Another Phone Another Email নামে দুটি অপশন আসবে।
Another Phone এ ক্লিক করে আপনার পারসোনাল ফোন নম্বরটি দিন।
এরপর নিচে Save Change এ ক্লিক করুন।
ব্যাছ আপনার কাজ শেষ।
এখন থেকে আপনার পার্সওয়াড কেউ জানলেও, ফেসবুকে ঢুকতে পারবেনা।
কারণ, কেউ যদি ঢুকে তাহলে আপনার ফোন নম্বরে একটা Code যাবে।
ঐ Code না দেওয়া পর্যন্ত, কেউ আপনার ফেসবুকে ঢুকতে পারবেনা।
Previous
Next Post »