আইনস্টাইন যে কারণে নিজের ফোন নম্বর মুখস্ত রাখতেননা

মহাবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জীবনে
মজার অনেক গল্প রয়েছে। সেখান থেকে আজকে
একটা গল্প শেয়ার করছি।
একবার এক লোক আইনস্টাইনের কাছে একটি
কাজ নিয়ে এলো। লোকটি আইনস্টাইনের অনেকটাই
ঘনিষ্ঠ ছিল। তিনি আইনস্টাইনের কাছে এসে তার
ফোন নম্বর চাইলেন। এবার আইনস্টাইন উপর থেকে
একটি ডায়েরী হাতে করে নিচে নেমে আসলেন।
তারপর ডায়েরী দেখে দেখে লোকটিকে তার ফোন
নম্বরটি দিলেন। লোকটি ফোন নম্বর নিয়ে অবাক হয়ে গেলেন।
এবার তিনি আইনস্টাইনকে বলে উঠলেন, আপনি এতবড়
একজন বিজ্ঞানী।
অতচ, নিজের ফোন নম্বরটি পর্যন্ত আপনার মুখস্ত নেই!!!
এ কথা শুনে আইনস্টাইন একটু হেসে বলে উঠলেন,
ফোন নম্বরটি ফোনের গায়ে লেখা আছে, তা মুখস্ত করার দরকার কি!!!
Previous
Next Post »