ডায়াবেটিস রোগ কি? ডায়াবেটিস কেন হয়??










বর্তমান বিশ্বে ডায়াবেটিস একটি মারাত্বক রোগ।
যা ক্রমশই বেড়েই চলছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক জরিপে দেখা গেছে, ১৯৮০
সালে ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল ১২ কোটি।
২০১৪ এর একটি জরিপে এই সংখ্যা ছিল ৪২ কোটি।
ডায়াবেটিসঃ ডায়াবেটিস এমন একটি রোগ,
যা হরমোন তৈরি না হওয়ার কারণে হয়ে থাকে।
ডায়াবেটিস রোগে প্রশাব বেড়ে যাওয়ায়,
এই রোগকে বহুমুত্র রোগও বলা হয়।
কি কারণে ডায়াবেটিস হয়ঃ আমরা যখন কার্বোহাইড্রেট
(শর্করা) জাতীয় খাবার খাই,তখন শরীরের ভিতরে তা
ভেঙ্গে চিনি (গ্লুকোজ) তৈরি হয়। অগ্ন্যাশয়ের কোষ গুলো
হরমোন নামে এক প্রকার রস নিঃসৃত করে।
হরমোন শরীরে তৈরি হওয়া ঐ গ্লুকোজকে কোষে পৌঁছিয়ে দেয়।
এতে কোষ গুলোতে গ্লুকোজ থাকার কারণে শরীরে শক্তি উৎপাদন হয়।
যারফলে, আমরা শক্তি পেয়ে ঠিকভাবে চলাফেরা করতে পারি।
কোন কারণে এই হরমোন তৈরিতে বাঁধা গ্রস্ত হলেই ডায়াবেটিস হয়।
Previous
Next Post »