শাকিব মানেই ব্যবসা সফল ছবি। প্রযোজকদের
একমাত্র ভরসার পাত্র তিনি। সেই শাকিব খানকে
ধরেই যদি রোমান্টিক নায়িকা সাথে ছবি করানো হয়,
তাহলে তো কথায় নেই। সম্প্রতি নায়িকা ববি হক
কলকাতার "রক্তমাখা নীলা" ছবির শুটিং শেষে দেশে
ফিরেছেন। দেশে ফিরেই তিনি শাকিব খানের সাথে
নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি বলে দিয়েছেন।
তিনি বলেন, শাকিব ভাইয়ের সাথে নতুন ছবিতে চুক্তিবদ্ধ
হয়েছি। ছবিটি পরিচালনা করেছেন ইখতেয়ার চৌধুরী।
শাকিব ভাইয়ের সাথে আমার রসায়নটা দর্শক নন্দিত।
সকলে এই জুটিকে মেনে নিয়েছে। ছবিটির নাম "জঙ্গি"
ছবির গল্পটি আমি পড়েছি। জঙ্গিবাদের বিপক্ষে ছবিটি
নির্মিত হয়েছে। . বিশেষত, শাকিব-ববি জুটির নোলক
সিনেমাটি অপেক্ষমান রয়েছে।
যেকোন ভাল দিন দেখে ছবিটি মুক্তি দেয়া হবে।
EmoticonEmoticon