প্রকৌশলী বাপ্পি চৌধুরীর কয়েকটি বাণী

 
"""আমি কি ছিঁড়েছি সেটা বড় বিষয় না,
আমি এই অস্থির সময়ে যে স্থির আছি; এটাই বড় বিষয়"""


ভিখারিরা যার-তার কাছে হাত পাতায় না।
তাদের একটা অন্তনিহিত 
চক্ষু থাকে। এছাড়াও 
সৃষ্টিকর্তা যার দ্বারা দান করাতে চান ভিখারি তার
কাছেই যায়।
তাই ভিখারিদের ভিক্ষা দিতে না পারলেও তাদের
সাথে খারাপ ব্যবহার করা মোটেও সঠিক কাজ না।
 
"""মুখ দিয়ে বললেই বিবেগবান হওয়া যায়না!
সুরুচিশীল-সুশৃঙ্খল বাস্তব জ্ঞান অর্জনের পরেই;
ব্রেন্ড বিভিন্ন কার্য ক্ষেত্রে বিবেগবান ডেটা প্রদান করতে থাকে"""
Previous
Next Post »