সুরের জাদুকর আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজেঊন।
মুত্যুকালে তার বয়স ৬২ বছর হয়েছিল।
তিনি একাধারে সুরের জাদুকর, গীতিকার,সঙ্গীত পরিচালক
ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন।
আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে রাজধানীর নিজ বাড়ি
বাড্ডাতে মারা যান। তার মুত্যুর বিষয়টি তার পুত্র সামীর
নিশ্চিত করেছে। আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৫৭ সালের
১লা জানুয়ারী মুত্যুবরণ করেন।
তিনি ১৯৭১ সাল থেকে গানের জগতে লেগেই আছেন।
বিভিন্ন পুরষ্কারে খ্যাতি লাভ করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরষ্কার,
একুশে পদক,স্বাধীনতা পুরষ্কারসহ লাভ করেছেন অনেক পুরষ্কার।
তার সাথে কাজ করেছেন বাংলাদেশের অনেক গুণী শিল্পীরা।
এদের মাঝে এন্ডু কিশোর,আগুন,রুনা লায়লা,সাবিনা ইয়াসমিন অন্যতম।
শহীদ মিনারে তার জানাযার নামায অনুষ্ঠিত হবে।
আমাদের ওয়েবসাইটের
পক্ষ থেকে তার বিদ্রোহী আত্ত্বার মাগফিরাত কামনা করা হলো।
EmoticonEmoticon