বাংলাদেশ চলচ্চিত্র সমিতিতে বিভাজন বহু
আগে থেকেই। বিশেষ করে মহানায়ক
মান্না মারা যাওয়ার পর থেকেই।
যার কারণে সমস্যায় পড়তে হয়েছে অনেকের।
এই সমস্যাটা চলচ্চিত্র অঙ্গনে বড় সমস্যার সৃষ্টি
হয়েছে। মূলত আজকাল এখানে গ্রুপিং ফারাকের
সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার ঢালিউড
সুপারষ্টার শাকিব খান মুখ খুলেন।
তিনি সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন,
চলচ্চিত্র সমিতিতে গ্রুপিং রয়েছে। যাদের ভুলের কারণে
অনেককে বেকার হতে হয়েছে। ঐসব মুখোশধারী লোক
বিশাল জাল পেতে রেখেছে। যারফলে সাধারণরা তাতে
সুবিধা আছে বলে পা বাড়িয়েছেন। যখন তারা মুখোশধারীদের
চিনে ফেলেছে, তখন পিছপা হয়েছে। মূলত এরা চলচ্চিত্র
অঙ্গনকে অল্প অল্প করে ধ্বংসের দিকে
টেনে নিয়ে গেছে এবং যাচ্ছেন। এতে মাশুল টানতে হয়েছে অনেককে।
EmoticonEmoticon