সৌরজগত পরিচিতি











সূর্য ও তার আটটি গ্রহ (শুক্র,শনি,মঙ্গল,বুধ,
বৃহস্পতি,ইউরেনাস,নেপচুন ও পৃথিবী)
ধূমকেতু,উল্কা ও গ্রহদের অসংখ্যা উপগ্রহ
নিয়ে সৌরজগত গঠিত। সৌরজগতের মূলে
রয়েছে সুর্য।সূর্যকে কেন্দ্র করেই আটটি গ্রহ
অনবরত ঘুরছে। পরমাণুর ইলেক্ট্রন গুলো
যেভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ঘুরে,
ঠিক একইভাবে এই আটটি গ্রহ নিজেদের দূরত্ব
বজায় রেখে সূর্যের চারদিকে ঘুরছে।
সূর্যের পরই সৌরজগতে গ্রহদের আকার-আকৃতি বড়।
সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটির নাম বৃহস্পতি।
আকারে ছোট গ্রহটির নাম বুধ। সূর্য থেকে বুধের
দূরত্ব সবচেয়ে কম। আবার বৃহস্পতি গ্রহটির দূরত্ব
সবচেয়ে বেশি। আয়তন ও দূরত্ব বেশির পাশাপাশি
বৃহস্পতির মাধ্যকর্ষণ প্রভাব ও বেশি। যারফলে অন্যান্য
ছায়াপথ থেকে বিচ্যুত কোন গ্রহ,উল্কা বা ধূমকেতু
বৃহস্পতিকে টেক্কা দিয়ে সৌরজগতে প্রবেশ করতে পারেনা।
গ্রহদের কোন নিজস্ব আলো নেই। নক্ষত্র থেকে এরা আলো
পেয়ে থাকে। গ্রহ গুলোর মধ্যে রয়েছে অসংখ্যা উপগ্রহ।
এরা গ্রহের চেয়ে আকারে অনেক ছোট হয়ে থাকে।
আমাদের পৃথিবীতে রয়েছে একটি উপগ্রহ। পৃথিবীর
একমাত্র উপগ্রহের নাম চাঁদ। গ্রহদের মত উপগ্রহদেরও 
কোন নিজস্ব আলো নেই।
এরা সূর্যের আলোয় নিজেদেরকে আলোকিত করে।
Previous
Next Post »