আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন?
আশাকরি ভালোই আছেন, এটাই আশাকরি।
আজ আপনাদের সামনে নিয়ে আসলাম,
কিভাবে একটি ফেসবুক আইডির নাম পরিবর্তন করা যায়।
তো চলুন, দেখে নেই এটা কিভাবে করতে হয়।
১। প্রথমে আপনার ফোন নম্বর বা
ইমেইল সহ পার্সওয়াড দিয়ে ফেসবুকে প্রবেশ করুন।
২। এবার ফেসবুকের একেবারে নিচে বা সাইটে (বাটন
ফোনের নিচে এবং এন্ড্রোয়েড ফোনের বাম সাইটে)
যেখানে
Setting & Privacy লিখা আছে, ঐখানে ক্লিক করুন।
৩। এবার বেশ কয়েকটি অপশন আসবে।
সেখান থেকে Personal Information অপশনটিতে ক্লিক করুন।
৪। এবার যে অপশন গুলো আসবে সেখান থেকে Name
অপশনটিতে ক্লিক করে ভিতরে প্রবেশ করুন।
৫। এবার
First Name
Middle Name
Last Name নামে
তিনটি অপশন হাজির হবে।
সেখানে আপনি যে নতুন নাম দিতে চাচ্ছেন, তা দিয়ে Review Change
এ ক্লিক করুন।
ব্যাছ আপনার কাজ শেষ
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী আপডেটের
জন্য কমেন্ট করে অপেক্ষা করুন। ভাল থাকবেন আল্লাহ হাফেজ।
EmoticonEmoticon