পদার্থবিজ্ঞানের কথা মনে পড়লে, সকল পদার্থবিদ্যার
স্টুডেন্টদের একটা প্রশ্ন মাথায় ঘুরে!
পদার্থবিজ্ঞানে স্যার আইজ্যাক নিউটনের অবদান বেশি?
নাকি আলবার্ট আইনস্টাইনের? আসলে বিজ্ঞান এমনি
একটা জ্ঞানের শাখা, যা একদিনে গড়ে উঠেনি। বা শুধু
একজনের প্রচেষ্টায় এটা উন্নত হয়নি। তবে প্রশ্ন যখন মাথায়
গেড়েই বসেছে তো দেখা যাক কে বড়।
স্যার আইজ্যাক নিউটন যখন কেমব্রিজের লুকাসিয়ান প্রফেসর
(গণিতের অধ্যাপক) তখন তিনি পদার্থবিজ্ঞানের কোন শাখাই ছিলনা।
তখন তিনি আধুনিক পদার্থবিদ্যার ভিত্তি স্থাপন করতে সক্ষম হয়েছিলেন।
তার হাত ধরেই আজকের এই পদার্থবিজ্ঞান।
অপরদিকে আলবার্ট আইনস্টাইন সবসময় নিউটনকে শ্রদ্ধা করতেন।
বড় বেশি ভালবাসতেন তিনি নিউটনকে। এ কারণেই তার পড়ার
ঘরে নিউটনের একটি বড় প্রতিকৃতি (ছবি) বানিয়ে ঘরে রেখেছিলেন।
নিউটন সম্পর্কে মহাবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেন,
"""নিউটনের কাছে প্রকৃতি ছিল খোলা বইয়ের মত!
যখন তার মনে পড়ত; তখনি পড়ে নিতেন"""
আইনস্টাইনের এই বাণী থেকেই বুঝা যায়, আসলে কে বড় ও প্রভাবশীল বিজ্ঞানী।
নিউটন ও আইনস্টাইন দু'জনেই মহাবিজ্ঞানী।
তবে পদার্থবিজ্ঞানে সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন।
EmoticonEmoticon