যদি একদিন আসছে ৮ই মার্চ













বড় পর্দায় অভিষেক হচ্ছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান।
ছবিটি ত্রিভুজ প্রেমের গল্পে রচিত।
তাহসানের বিপরীত "যদি একদিন" সিনেমায় অভিনয় করেছেন,
ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী।
ইতিমধ্যে এই ছবির প্রচারণা শুরু করেছেন তাহসান।
তিনি মাইকিং করে ছবিটি সকলকে দেখার অনুরোধ জানিয়েছেন।
তিনি আরো জানান, পরিবার নিয়ে দেখার মত এই সিনেমাটি।
আগামী ৮ই মার্চ ছবিটি একযোগে মুক্তি পেতে যাচ্ছে।
Previous
Next Post »