অপু বিশ্বাস এমপি হতে চান













ঢালিউডের কুইন নামে পরিচিত অপু বিশ্বাস।
২০০৫ সালে প্রখ্যাত নির্মাতা আমজাদ হোসেনের
হাত ধরেই বড় পর্দায় হাজির হন। একের পর
এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন।
তার অধিকাংশ ছবি সুপারষ্টার শাকিব খানের সাথে।
সিনেমার বাহিরেও এবার তাকে নিবাচনী প্রচারনায় দেখা গেছে।
এ সম্পর্কে অপু বিশ্বাস বলেন, আমার পরিবার সবসময়
আওয়ামীলীগ সরকারকে সমর্থন করে এসেছে।
ছোট থেকেই আমি তা দেখে বড় হয়েছি। তাছাড়া মাননীয়
প্রধানমন্ত্রীর প্রতি আমার একটা বড় ভালবাসা কাজ করে।
তিনি দেশের সকল স্তরের মানুষের কথা ভাবেন,
সেই সাথে তাদের জন্য কাজ করেন। আমিও চাই মানুষের
জন্য কাজ করতে। সংস্কৃতির উন্নয়ন ঘটাতে। প্রসঙ্গত,
এবার তিনি রিয়াজ, ফেরদৌস,ডিপজল,পপি সকলের সাথে এক হয়ে,
আওয়ামীলীগ সকল প্রার্থীদের জন্য ভোট চেয়েছেন।
ভোট প্রচারনায় গিয়েছেন দেশের বেশির ভাগ আসনে।
আওয়ামীলীগের সংরক্ষিত মহিলা আসনের এমপি হতে চান এই অভিনেত্রী।
Previous
Next Post »