ষষ্ঠ আসরের মোট আটটি খেলা
ইতিমধ্যে শেষ হয়েছে।
এরই মধ্যে গত ১০ই জানুয়ারী বিপিএল
গর্ভনিং কাউন্সিল বিপিএলের সময়
পরিবর্তন করলেন। আগামী ১২ই
জানুয়ারী থেকে এই সময় অনুসরন
করা হবে। বর্তমান সময় অনুযায়ী
দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০
মিনিটে এবং শেষ হবে ৪টা ৫০ মিনিটে।
দ্বিতীয় ম্যাচ বিকেল ৬টা ৩০ মিনিটে শুরু
হয়ে রাত ৯টা ৫০ মিনিটে শেষ হবে।
তবে আগামী ১১ তারিখ শুক্রবারের প্রথম
ম্যাচটি দুপুর ২টায় শুরু হয়ে ৫টা ২০
মিনিটে শেষ হবে। দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা
৭টায় শুরু হয়ে রাত ১০টা ২০
মিনিটে শেষ হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
EmoticonEmoticon