বাপ্পি চৌধুরী ২০১৯ সালে যে ছবি গুলো নিয়ে আসছে













ঢাকাই চলচ্চিত্রে সুপারষ্টার শাকিব খানের
পরেই বাপ্পি চৌধুরীর অবস্থান।
গত বছর তিনটি ছবি মুক্তি পায় তার।
ছবি গুলো বেশ ব্যবসা সফল হয়েছে বলে
প্রযোজকদের দাবি। সময়ের ব্যস্ত নায়ক
হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
এ বছরেও থাকছে তার বেশকিছু ধামাকা।
এ বছর বাপ্পি চৌধুরীর ছবি গুলোর মধ্যে রয়েছে
১। দাগ হৃদয়েঃ ছবিটি পরিচালনা করেছেন
তারেক শিকদার। ছবিটিতে নায়িকা হিসেবে থাকছেন
আঁচল আখি ও বিদ্যা সিনহা মিম। বেশ ব্যবসা সফল
ছবি হবে বলে দাবি।
২। ডনগিরিঃ নব নির্মাতা
শাহ্ আলম মন্ডল ডনগিরি নির্মান করেছেন।
ছবিটিতে বাপ্পি চৌধুরীর
বিপরীতে অভিনয় করেছেন নবাগতা এমিয়া এমি।
৩। ডেন্জার জোনঃ ভূতাল রহস্যের ছবি ডেন্জার জোন।
ছবিটি বেলাল সানি পরিচালনা করেছেন।
ছবিতে প্রথম বারের মত যুক্ত হচ্ছেন ফাল্গুনী জলি।
৪। শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ বছরের সেরা কমেডিয়ান
ছবি হচ্ছে এটি। গুণী নির্মাতা দেবার্শীষ বিশ্বাস ছবিটি
পরিচালনা করেছেন। ছবিটিতে প্রথম বারের মত বাপ্পির
বিপরীতে ঢালিউন কুইন অপু বিশ্বাসকে দেখা যাবে।
ছবিটি নিয়ে পরিচালক,অভিনেতা,প্রযোজকসহ সকলেই বেশ আশাবাদী।
Previous
Next Post »