বেশ কিছুদিন হতেই শবনম বুবলির সাথে শাকিব
খানের দূরত্ব বেড়েছে। এটার পিছনে রয়েছে শাকিব
খান ইদানিং তার ছেলে জয় ও অপু বিশ্বাসকে খুব
বেশি সময় দিচ্ছে। আজ থেকে আবারো তাদের মাঝে
পূর্ণমিলন ঘটল। আজ থেকে আবারো শুরু হলো
"একটু প্রেম দরকার" ছবির কাজ। ছবিটির প্রায়
৫০% কাজ শেষ হয়েছে বলে ঢালিউড সুপারষ্টার
শাকিব খান জানান। ছবিটির বেশকিছু দৃশ্য বাদ রয়েছে।
এ প্রসঙ্গে ছবিটির পরিচালক শাহীন সুমন জানান, ছবিটির
বেশকিছু দৃশ্য বাদ রয়েছে। সামনে নিবাচন তাই কিছু কাজ
শেষ করতেই টানা তিনদিন ২১ তারিখ হতে ২৩ তারিখ
পর্যন্ত কাজ হবে। তারপর বাকি কাজ নিবাচনের পরে হবে।
তিনি আরো বলেন, এই ছবিটির নাম ইতিমধ্যে দুইবার
পরিবর্তন হয়েছে। প্রথমবার নাম ছিল একটু প্রেম দরকার
মাননীয় সরকার। এরপর আবারো পরিবর্তন করে কালপিট
রাখা হয়েছিল। আজ থেকে শাকিব খান ও শবনম বুবলি টানা
৩দিন এতে অংশগ্রহণ নিবে। ছবিটি প্রযোজনা করেছেন "শাপলা মিডিয়া"
EmoticonEmoticon