একাদশ জাতীয় সংসদ নিবাচনকে ঘিরে
এবার অনেকটাই ব্যস্ত সময় পার করেছেন
ঢালিউডের তারকারা।
পছন্দের কাকে ভোট দিলে দেশের উন্নয়নের
সাথে সংস্কৃতির উন্নয়ন হবে, তা তারা আগেই
বুঝতে পেরেছিলেন।
ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান আগেই
বলেছিলেন, একজন সচেতন নাগরিক হিসেবে
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায়
ভোট দিবেন। বিকেল ৩:৪০ মিনিটে ঢালিউডের
এই সুপারষ্টারকে দেখা যায় রিক্সায় বসানো অবস্থায়।
সঙ্গে ছিলেন তার মা। একজন সচেতন নাগরিক হিসেবে
তিনি নিজেসহ তার মাকে নিয়ে যান ভোটকেন্দ্রে।
শাকিব খান ঢাকা-১৭ আসনের একজন ভোটার।
EmoticonEmoticon