সংসার নিয়ে খুব খুশি আছি-অপু বিশ্বাস













সংসার নিয়ে অনেকটাই হ্যাপি ঢালিউড কুইন অপু বিশ্বাস।
ইদানিং বিভিন্ন ক্ষেত্রেই তাকে দেখা যাচ্ছে ঢালিউড সুপারষ্টার
শাকিব খানের সাথে। এটা সম্ভব হয়েছে তাদের একমাত্র
সন্তান আব্রাহাম খান জয়ের কারণে। কিছুদিন আগেই জয়কে
ঢাকার একটি অত্যধুনিক স্কুলে ভর্তি করা হয়েছে।
এটার পিছনে রয়েছে শাকিব খানের বড় অবদান।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, জয়ের বাবা জয়কে নিয়ে এতোটাই
চিন্তা করে তা অবাকের বিষয়। ছেলেকে খুব ভালবাসে শাকিব।
ছেলের ছোটো-খাটো বিষয়ে প্রায়ই ফোন করে। ছেলেকে সময়
দেয় কাজের ফাঁকে ফাঁকেই। গত ১৩ই ডিসেম্বর জয়ের স্কুলে
ফ্যামিলি নিয়ে একটি অনুষ্ঠান সম্পূর্ণ হয়। এখানে জয়ের পরিবারসহ
আমার পাশাপাশি শাকিব খান উপস্থিত ছিল। আমরা তিনজনই একই
রঙ্গের কাপড় পড়ে সেখানে উপস্থিত ছিলাম। তারপর তারা আমাদের
ছবি তুলেন। স্কুল কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করেছিল,
যেন প্রতিটি বাচ্চার সাথে তাদের পরিবার ছবি তুলতে পারেন।
এ ছবি দেয়ালে টাঙ্গিয়ে রাখবে। যেন বাচ্চারা এ ছবি দেখে
পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল হতে পারে।
এসব কিছু মিলেই অপু আজ নিজেকে খুব হ্যাপি মনে করছেন।
Previous
Next Post »