একাদশ নিবাচন কেমন হয়েছে তা নিয়ে বললেন-বিদেশী সংস্থা গুলো

একাদশ নিবাচনকে নিয়ে
বড় উৎসবে কেটেছিল
বাংলাদেশের মানুষ গুলোর।
গত দশম নিবাচনে
বিরোধীদল বিএনপি অংশগ্রহণ
না করায় উৎসব ছাড়ায়,
আওয়ামী লীগ সরকার ক্ষমতায়
এসেছিল।
এবারের ভোট অনেকটাই সুষ্ঠু হয়েছে বলে
নিবাচন কমিশনসহ আওয়ামীলীগ
দাবি করেছেন। তাদের দাবির সত্যতা
মিলেছে বিদেশী সংস্থা গুলোর দাবিতে
ওআইসি,কানাডিয়ান,নেপালসহ মোট ৯টি বিদেশী সংস্থা ও ১১টি দেশের রাজনৈতিক বিশ্লেষকসহ সাংবাদিকরা, একাদশ নিবাচনে উপস্থিত ছিলেন। তারা রাজধানীর ভিকারুন্নেছা নুন স্কুল এন্ড কলেজসহ অন্যান্য কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পৃথক পৃথক বক্তব্য দিয়েছেন। তাদের সকলের ভাষায়, বাংলাদেশের একাদশ নিবাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে উঠে এসেছে। একজন রাজনৈতিক সরকারের আওতায় এ নিবাচন বড় একটা নিদর্শন বলে তারা জানান।


Previous
Next Post »