সফলতা লাভের প্রথম কাজটি

সুশৃঙ্খল জীবন যাপন করা যেমন ভাল অভ্যাস,
ঠিক তার বিপরীতে রয়েছে বিশৃঙ্খল জীবন।
বিশৃঙ্খল জীবন যাপনে শুধু শিক্ষাহীনতা কাজ করেনা!
বরং, একঘেয়েমী ও লক্ষহীন বিষয়টি কাজ করে।
পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছে তাদের সকলের
প্রথমটি কাজটি হয়েছিল লক্ষ নির্ধারণ করা
এবং সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগা।
অর্থাৎ সফলতা অর্জনের প্রথম কাজটি হলো লক্ষ নির্ধারণ করা।
লক্ষ নির্ধারণের ক্ষেত্রে দুটি বিষয়কে সামনে রাখতে হয়।
১। মন যে বিষয়ে উৎসাহিত
২। শিক্ষার দিক তথা কোন বিষয়ে আমি বেশি কলা-কৌশল জানি।
তবে প্রথমটির দিক বেশির
ভাগ সফলতা পেয়েছে এমন মানুষেরা প্রাধান্য দিয়েছিল।
আমি যে বিষয়টি বুঝিনা কিংবা পারিনা এইসব কাজকে লক্ষ
নির্ধারণে দূরে থাকাই ভাল। প্রতিটি মানুষের কোন না কোন
ইন্টারেস্টের বিষয় থাকে। এটি বের করুন আপনার মনের
ভিতর থেকে। লক্ষ নির্ধারণে মনের পাশাপাশি
বুঝা-পড়া করুন নিজের শিক্ষা,বিবেক ও বিদ্যা-বুদ্ধির সাথে।
এতে করি লক্ষ নির্ধারণে কোন জটিলতা আসবেনা আপনার কাছে।
Previous
Next Post »