কাজী হায়াৎ অসুস্থ, শাকিব খানের বীর ছবি নিয়ে যা বললেন!










জাতীয় চলচ্চিত্র পুরুষ্কার প্রাপ্ত প্রখ্যাত
নির্মাতা কাজী হায়াৎ ফির অসুস্থ হয়েছেন।
তিনি হৃদরোগে কঠিনভাবে অসুস্থ হয়ে পড়েছে।
শারীরিকভাবে অনেকটা বিপদস্থ।
তিনি ২০০৪ সাল থেকে হৃদরোগে ভুগতেছেন।
এ কারণে অনেকটা সময় তিনি চলচ্চিত্র নির্মাণ
ও অভিনয় থেকে দূরে ছিলেন।
চলতি বছরের প্রথম দিকটাই অসুস্থ থাকার জন্য
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনাকে ১০ লক্ষ টাকা দিয়েছিলেন। 
এ টাকা দিয়ে তিনি আমেরিকার নিউইয়কের একটি
হাসপাতালে চিকিৎসা নেন।
এনটিভি অনলাইন টিভিকে দেওয়া সাক্ষাতকারে তিনি
বলেন, আমি হৃদরোগে ও শারীরিকভাবে অনেকটাই অসুস্থ।
মাথা ফুলে গেছে। ডাক্তার উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন।
আমার কাছে এত টাকা এখন নেই।
সরকারকেই এ ব্যাপারে সাহায্য- সহযোগিতার আহবান করছি।
আমেরিকা,জাপান বা সিঙ্গাপুরে এ রোগের ভাল চিকিৎসা হয়।
আমেরিকায় কম খরচে এর চিকিৎসা হয়।
তাছাড়া আমার ছেলেও আমেরিকায় থাকে।
শাকিব খানের বীর ছবির প্রসঙ্গে তিনি বলেন,
আমি চেয়েছিলাম চলতি বছরের শেষের দিকে বীর
ছবির জন্য শাকিব খানের ছোটবেলার শুটিং গুলো
করে ফেলব।
তা আর হলোনা বোধহয়!ছবিটি করা নিয়ে আমি খুব আশাবাদী।
তবে আমার এই অসুস্থতার জন্য চলতি বছরের
শেষের দিকটাই চিকিৎসার জন্য হয়তো বাইরের দেশে যেতে হবে।
Previous
Next Post »