নায়ক বাপ্পি চৌধুরী এর জীবনী













ঢাকাই চলচ্চত্রির জনপ্রিয় ও আলোচিত
নায়ক বাপ্পি চৌধুরী। তিনি সুলতান নামে পরিচিত।
জন্ম ও পরিচয়ঃ বাপ্পি চৌধুরীর প্রকৃত নাম বাপ্পি কুমার সাহা।
১৯৮২ সালের ৬ই ডিসেম্বর নারায়নগন্জ
জেলায় জন্মগ্রহন করেন।
উচ্চতা ৫'-৯"
সিনেমায় আগমনঃ ২০১২ সালে ভালোবাসার রঙ
ছবির মাধ্যমে সিনেমায় আসেন।
ছবিটিতে তার বিপরীতে ছিলেন মাহিয়া মাহি।
প্রথম ছবি রিলিজের আগেই আরো ৯টি ছবিতে চুক্তিবদ্ধ হন।
এতে আলোচনায় উঠে আসেন এই নায়ক।
প্রথম ছবি রিলিজের পর থেকে একের
পর এক ছবি উপহার দিয়েই যাচ্ছেন।
প্রশংসিত ও চোখ কেঁড়েছেন অধিকাংশ প্রযোজকদের।
এ কারণেই জাজের বাহিরে
তাকে নিয়ে মাতাল অন্যান্য প্রযোজকেরা।
জুটি বেঁধে ছবি করেছেন অনেক নায়িকার সাথেই।
তার অধিকাংশ নায়িকাই তার হাত ধরে সিনেমায় এসেছেন।
নায়িকাদের মধ্যে রয়েছেন
আঁচল আঁখি,মাহিয়া মাহি, বিদ্যা সিনহা মিম,পরীমনি,
মিষ্টি জান্নাত,এমিয়া এমি, জলি,ববি আরো বেশ কয়েকজন।
তার অভিনীত ছবি গুলোর মধ্যে রয়েছে,
ভালবাসার রঙ
রোমিও-২০১৩
অন্যরকম ভালবাসা
আই ডোন্ট কেয়ার
গুন্ডা দ্যা টেরোরিষ্ট
লাভ স্টেশন
জটিল প্রেম
প্রেম প্রেম পাগলামী
ইন্চি ইন্চি প্রেম
প্রেম
নায়ক
আসমানী
পলকে পলকে তোমাকে চাই।
Previous
Next Post »