দর্শকদের প্রত্যাশা পূরণ করবে শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২










শুরুর দিকটা ভালোই ছিল বাপ্পি চৌধুরীর।
২০১২ সালে ভালবাসার রঙ সিনেমার মধ্যে
দিয়ে এ নায়কের যাত্রা। বর্তমানে তিনি
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও আলোচিত নায়ক।
যাকে কিনা শাকিব পরবর্তী সুপারষ্টার বলা হয়।
এছাড়াও তাকে লুকের গডফাদার,রোমান্টিক
হিরোসহ সুলতান উপাধিতে অনেকেই ভূষিত করেন।
মূলত বর্তমান সুপারষ্টার শাকিব খানের পরেই ব্যবসা
সফল ছবির তালিকায় শোবিজে বাপ্পি চৌধুরীর।
এরি ধারাবাহিকতা বজায় রেখে গুণী নির্মাতা দেবাশীষ
বিশ্বাস নির্মাণ করেছেন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২
সিনেমাটিতে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয়
করেছেন সুলতান বাপ্পি চৌধুরী ও ঢালিউড কুইন অপু বিশ্বাস।
এ সম্পর্কে অপু বলেন, দীর্ঘ আড়াই বছর পর ছবিতে ফিরেছি।
দর্শক আমার কাছে সবসময় পজেটিভলি।
তাই এখন কিছু বলতে চাইনা। তবে সকলে এটা দেখে খুবি ইনজয় পাবে।
ছবিটি প্রসঙ্গে এ ছবির পরিচালক দেবাশীষ বিশ্বাস
ও নায়ক বাপ্পি চৌধুরীও অনেক আশাবাদী।
প্রসঙ্গগত, ২০০১ সালে দেবাশীষ বিশ্বাসের শ্বশুরবাড়ি জিন্দাবাদ
ছবিটি মুক্তি পেয়েছিল। খুব আলোড়ন ছড়িয়ে ছিল ছবিটি।
তবে ঐ ছবির সাথে এই ছবির কোন মিল নেই।
এটা রোমান্টিক কমেডিয়ান মুভি হতে যাচ্ছে।
Previous
Next Post »