শেক্সপিয়ারের একটি মজার ঘটনা

শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যের একজন
ঔপন্যাসিক,নাট্যকর।
তিনি মানুষ হিসেবে একজন রসিকও ছিলেন বটে।
একদিন রাতে শেক্সপিয়ার যখন ঘুমাতে যাচ্ছিলেন।
তখন তার স্ত্রীকে দেখে দেখে বলে উঠলেন,
"""প্রত্যেকটা নারীই সুন্দর রাতে ঘুমানোর পরে!"""
পাশ থেকে তার স্ত্রী তার কথাটি গভীরভাবে শুনছিলেন।
এবার তার স্ত্রী বলে উঠলেন,
"""সব পুরুষেই ভাল, রাতের বেলা ঘুমানোর আগে!"""
Previous
Next Post »