নিউজিল্যান্ডের জাতীয় পত্রিকা গুলোতে সালাম শব্দটি লেখা হয়েছে

গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের
দুটি মসজিদে হামলা হয়। অস্ট্রোলিয়ান
২৮ বছরী নাগরিক ব্রেন্টন এই ভয়াবহ
কাজটি করেন! এতে নিহন হন ৫০জন এবং
আহত অর্ধশতাধিক। আজ শুক্রবার
নিউজিল্যান্ডের মসজিদ গুলোর আযান
রাষ্ট্রীয় টিভি ও বেতারে সরাসরি সম্প্রচার করা হয়।
সেই সাথে দুই মিনিট নিরবতা পালন করা হয়। জানা গেছে,
নিউজিল্যান্ডের প্রতিটা জাতীয় পত্রিকার উপরে
সালাম শব্দটি লেখা হয়েছে। সালাম আরবি একটি শব্দ।
যার অর্থ শান্তি বর্ষিত হওয়া। দুর্ঘটনায় নিহত মুসলমানদের
সম্মানার্থে তারা যৌথভাবে এটি করেছে বলে জানা যায়।
.
কিভাবে পালন হল বিশ্ব ভালবাসা দিবস  
Previous
Next Post »