ক্যাপ্টেন হতে না পারায় ৫ম শ্রেণীর ছাত্রীর আত্ত্বহত্যা

সুনামগন্জ জেলার তাহিরপুর উপজেলায়
স্কুল ক্যাপ্টেন হওয়া নিয়ে এক ছাত্রী আত্ত্বহত্যা করল!
গত সোমবার ছিল স্কুল ক্যাপ্টেন বানানোর তারিখ।
প্রমি নামে মেয়েটি ক্যাপ্টেন না হওয়া নিয়ে আত্ত্বহত্যা
করেন। এতে স্কুলসহ আশেপাশের এলাকায় শোকের
মাতম বয়ে যায়। বিষয়টি নিয়ে তাহিরপুর সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতবাক ও শোক প্রকাশ করেছেন।
স্থানীয় থানা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
Previous
Next Post »