স্নাতক ডিগ্রি অর্জন করলেন বাপ্পি চৌধুরী













না! এটা সিনেমার কোন অংশ নয়।
বাস্তব জীবনেই স্নাতক ডিগ্রি অর্জন
করলেন নায়ক বাপ্পি চৌধুরী।
গতবছর তিনি স্নাতক পাশ করেছিলেন সাংবাদিকতায়।
এবার ইউল্যাব থেকে পেলেন তার স্বীকৃতি। তিনি বলেন,
সিনেমার কাজ নিয়ে খুব ব্যস্ত সময় পার করতে হয় আমাকে।
তারপরেও লেখাপড়া ঠিকভাবে চালিয়ে যাচ্ছি।
আগামীতে আশা আছে মাষ্টার্স কম্পিলিট করার।
সকলে আমার জন্য দোয়া করবেন।
বিশেষত এই নায়ক বর্তমান সময়ে খুব জনপ্রিয়।
সুপারষ্টার শাকিব খানের পরেই তার ছবি গুলো ব্যবসা সফল
হওয়ায়,তাকে শাকিব পরবর্তী সুপারষ্টার
বলেন অনেক পরিচালক-প্রযোজক ও তার ভক্তরা।
Previous
Next Post »