ঢালিউডের শীর্ষ ও দামি তারকা শাকিব খান।
ক্যারিয়ার জীবনে লাগাতর ১৩ বছর সুপারষ্টার
খ্যাতি ধরে আছেন।এত দীর্ঘ সময়ে সুপারষ্টারের
খ্যাতি একমাত্র নায়ক রাজ রাজ্জাকের ছিল।
রাজ্জাক ১৪ বছর সুপারষ্টার খ্যাতি ধরে রেখেছিলেন।
বর্তমান সময়ে শাকিবের দিন কমে আসছে। কোন
পরিচালকেই তাকে আর বেশি চায়না। এছাড়াও যৌথ
প্রযোজনার বাংলাদেশ-কলকাতার ছবিও তাকে নিয়ে
আর করা হচ্ছেনা। তাই নিজের ক্যারিয়ার ধরে রাখতে
বেছে নিয়েছেন নিজ প্রযোজনা প্রতিষ্ঠানকে। শোনা যাচ্ছে,
এ বছর তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে মোট তিনটি ছবি করা হবে।
প্রতিটি ছবিতেই তার বিপরীতে থাকছেন নায়িকা শবনম বুবলি।
যদিও শবনম বুবলি নিয়ে অনেক কান কথা শোনা যায় সামাজিক
মাধ্যম গুলোতে। এ তিনটি ছবির মাঝে দুটিই ঈদে লাগতে পারে বলে
জানা যাচ্ছে। এদিকে এই বিষয়ে শাকিব খান তার
প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের এমডির সাথে কথাও বলেছেন।
EmoticonEmoticon