২০১৯ সালে নতুন দুটি ছবি মুক্তি পেয়েছে।
একটি হচ্ছে, "আমার প্রেম আমার প্রিয়া"
অপরটি তারেক শিকদার পরিচালিত
"দাগ হৃদয়ে" দাগ হৃদয়ে অভিনয় করেছেন
এই সময়কার জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী।
বাপ্পির বিপরীতে কাজ করেছেন,
বিদ্যা সিনহা মিম ও আঁচল আঁখি।
প্রথম সপ্তাহে রাজধানীর ঢাকাসহ বেশকিছু
জেলাসহ মোট ৪৩টি সিনেমাহলে চলছে। শুরুর
প্রথম দিনের অংশে সিনেমাহলে অসংখ্যা ভীড় লক্ষ্য
করা গেছে। তবে বিকেল টাইমে বিপিএল ফাইনাল
খেলার জন্য লোক অনেকটা কম হয়েছিল। শনিবার
থেকে আবারো সেই ভীড় লক্ষ্য করা যাচ্ছে বলে
সিনেমাহলের কর্তৃপক্ষদের দাবি। বেশকিছু কর্তৃপক্ষ
দের কাছ থেকে জানা গেছে, খুব আনন্দেই ছবিটি গ্রহন
করেছেন দর্শকেরা। প্রিয় নায়কের নতুন বছরের নতুন
ছবি দেখতে মিস করেননি বাপ্পির ভক্তরা।
ছবিটি সম্পূর্ণ ভিন্ন আলোকে তৈরি বলে সকলেই দাবি
করেন। অনেক দিন পর এ রকম একটি মৌলিক গল্পের
ছবি দেখে অনেকেই উৎচ্ছাস প্রকাশ করেছেন।
এতে প্রশংসিত হয়েছেন, এ চলচ্চিত্রের নায়ক বাপ্পি চৌধুরী।
আগামী দিন গুলোতেও তার ভক্তরা
এ রকম ছবি তার কাছে প্রত্যাশা করে বলে জানা গেছে।
EmoticonEmoticon