মুজিব স্মরণে
কবিতাটি লিখেছেন
=>প্রকৌশলী বাপ্পি চৌধুরী
.
হে বঙ্গ পিতা!
তুমি মিশে আছো পরমাত্বীয় চন্দ্র-সূর্য্যির মত,
যাহার অবারিত দান ২৪ ঘন্টার প্রমান।
.
হে বঙ্গ পিতা!
তুমি মিশে আছো দিন-মজুর চালকের হস্তের পেশিতে,
যাহাদের পেডেলের চাপে
সারা শরীরের বল পেশীতে-পেশীতে সংঘর্ষ বাঁধে।
.
হে বঙ্গ পিতা!
তুমি মিশে আছো ভয়হীন ঐ শ্রমিকের মাঝে,
অন্যায়ে যে মালিকের সাথে দ্বীধাহীনতা ভাব উন্মোচন করে।
.
হে বঙ্গ পিতা!
তুমি মিশে আছো পল্লী গাঁয়ের ধানের উপরি হাওয়ায়,
যে হাওয়ার প্রসারিত বার্তা তরঙ্গাকারে সর্বস্তরে বয়ে।
.
হে বঙ্গ পিতা!
তুমি মিশে আছো মেঘমালার ভয়ার্ত গর্জনে,
যাহার এক গর্জনে সৃষ্টি লগ্ন হতে দূরলগ্নও আতর্কে ভোগে।
.
হে বঙ্গ পিতা!
তুমি মিশে আছো কচু প্রাণের মূল ইতিহাসে,
যে গাছ একবার জন্ম নিলে
বৃদ্ধির সাথে সাথে আপনা-আপনি পূর্ণজন্মে।
.
হে বঙ্গ পিতা!
তুমি মিশে আছো এদেশসহ প্রতিটি দেশের মানবস্পর্শী প্রাণে,
মানবদরদী লোকেরা থাকবে যতদিন
ভুলবেনা কেউ-কেউ আজীবন তোমারি।
EmoticonEmoticon