তেহরানে আক্রমন চালালে যুক্তরাষ্ট্র পঙ্গু হবে-তেহরান স্পিকার













পরমানু শক্তিতে মুসলিম দেশ গুলোর
মধ্য শীর্ষে রয়েছে ইরান।
এরপরই মার্কিন বাহিনীদের চোখ মুসলিম
দেশ গুলোতে। তেহরানে মার্কিন বাহিনীর
হস্তক্ষেপ হওয়ার আশংকা কিছুটা রয়েছে।
এরি ধারাবাহিকতায়, দেশটির স্পিকার আলী জানান,
ইরান কোন নরম প্রতিপক্ষ নন,
ইরানে মার্কিন বাহিনী হামলা চালালে
তাদের পঙ্গু হয়ে হুইল চেয়ারে থাকতে হবে।
ইরান মার্কিন বাহিনীর জন্য শক্ত প্রতিপক্ষ।
তিনি আরো বলেন, মার্কিন বাহিনী বিবেকহীনভাবে
তার নরম দেশ গুলোতে ঝাঁপিয়ে পড়ে। যেমনটি ঘটেছে
আরবের বেশকিছু মুসলিম দেশে। এতেকরে তারা ঐদেশ
গুলো থেকে লাখ লাখ ডলার নিয়ে নিজেদের ঝুলি বাড়িয়ে ফেলে।
Previous
Next Post »