জনপ্রিয় ও গুণী নির্মাতা তৌকির আহমেদ নির্মাণ
করেছেন ফাগুন হাওয়া। ভালবাসা দিবস উপলক্ষে
১৫ই ফেব্রুয়ারী থেকে সারাদেশে ছবিটি মুক্তি পেয়েছে।
ছবিটি ভাষা আন্দোলনের পরিপেক্ষিতে নির্মিত বলে
তৌকির আহমেদ জানিয়েছেন। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়
করেছেন সিয়াম আহমেদ ও ইমরোজ তিশা।
সিয়াম আহমেদ পোড়ামন-২ ও দহন ছবির কারণে এখন
খুব জনপ্রিয়। এদিকে গতকাল ছবিটি পরিদর্শনকালে
বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ছবিটির ভূয়সী প্রশংসা
করেন। তিনি নাট্যকর,চলচ্চিত্রকর,
সাহিত্যিকদের আহবান জানান এই ধরনের ছবি নির্মান করার জন্য।
EmoticonEmoticon