কলকাতার রমজান ঈদের ছবিতে শাকিব খান









অবশেষে ঢালিউড সুপারষ্টার শাকিব খান কলকাতার
নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন। গত ১৫ই ফেব্রুয়ারী
মালেক আফসারীর "ফাইটার" সিনেমাটির শুটিং
করার কথা ছিল। ঐদিনেই শাকিব খান কলকাতা যান।
শাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, গত ১৫ই ফেব্রুয়ারী
শাকিব খান কলকাতা যান। কলকাতায় তিনি নতুন একটি
ছবির সাথে চুক্তিবদ্ধ হন। আসন্ন রমজান ঈদে ছবিটি মুক্তি
দেয়া হবে বলে জানা যায়। তবে কোন প্রযোজনা প্রতিষ্ঠান
থেকে এটা তৈরি হচ্ছে তা স্পষ্ট করে বলেননি। অনুমান করা
যাচ্ছে, এসকে মুভিজের সাথে তার এ চুক্তি সম্পাদিত হয়েছি।





Previous
Next Post »