নিজ প্রযোজনায় আবারো শাকিব খান









২০১৪ সালে শাকিব খানের প্রথম প্রযোজনা প্রতিষ্ঠান
এসকে ফিল্মস থেকে তার প্রথম ছবি "হিরো দ্যা সুপারষ্টার"
মুক্তি পেয়েছিল। ছবিটি খুব ব্যবসা সফল হয়েছিল বলে
শাকিব খানের দাবি। তারপর এই প্রযোজনা প্রতিষ্ঠান
থেকে আর কোন ছবি মুক্তি পাইনি। সম্প্রতি শাকিব খান
ঘোষণা দিয়েছেন, আবারো তিনি ছবি করতে যাচ্ছেন।
রমজান ঈদকে ঘিরে এই প্রযোজনা প্রতিষ্ঠান "পার্সওয়াড"
নির্মান করতে যাচ্ছেন। ছবিটি পরিচালনা করেছেন গুনী নির্মাতা
মালেক আফসারী। শাকিবের বিপরীতে থাকছেন শবনম বুবলী।
Previous
Next Post »