একদিন এক ভদ্রলোক মহাবিজ্ঞানী
স্যার আইজ্যাক নিউটনের কাছে আসেন।
তার হাতে ছিল তিন কোনক আকৃতির
একটি কাঁচ যাকে বিজ্ঞানের ভাষায় প্রিজম বলে।
নিউটন তখন ইংল্যান্ডের একটি
বাসা বাড়িতে ভাড়া থাকতেন।
লোকটি নিউটনকে বলল, এটি আমি বিক্রি করতে চাই।
এটার দাম কত? নিউটন কাঁচটিকে ভালোভাবে দেখে বললেন,
এটির দাম আমার জানার বাহিরে!!!
মূলত বিজ্ঞানের নানাদিক
ভেবেই নিউটন কথাটি বলেছিল।
লোকটি নিউটনের এই কথা শুনে
কাঁচটির দাম বহুগুনে
বাড়িয়ে তার নিকট বিক্রি করতে চাইলেন।
নিউটন লোকটির চাহিদা মত
টাকা দিয়ে প্রিজমটি কিনে নিলেন।
পাশের ঘর থেকে নিউটনের
বাড়িওয়ালা ব্যাপারটি দেখতে ছিলেন।
কিছুক্ষণ পর সে নিউটনের কাছে এসে বললেন,
তুমি খুব বোকা
মানুষ নিউটন! কাঁচটির যতটুকু ওজন,
সেই দাম দিয়েই তোমাকে
এটা কিনতে হতো! নিউটন উনাকে
কিছু না বলেই মুচকি হাসলেন।
পরবর্তী সময়ে এই কাঁচ (প্রিজম)
থেকে তিনি আলোর বর্ণতত্ত্ব
আবিষ্কার করলেন।
সূর্যের সাদা আলো মোট সাতটি রঙ দিয়ে তৈরি
এটিই আলোর বর্ণতত্ত্ব। যা আগে কেউই জানতেন না।
এই কাঁচ থেকেই তিনি তা আবিষ্কার করলেন।
EmoticonEmoticon