ফেসবুক আইডির পার্সওয়াড পরিবর্তন করার নিয়ম











আজকাল গোটা পৃথিবীতে ফেসবুক একটি
জনপ্রিয় সামাজিক মাধ্যম।
কারো ফেসবুক আইডি নেই, এই কথাটি
শুনলেই অবাক লাগে। ফেসবুকে অনেকেই
আছেন যারা অনেক কিছুই জানেন না।
তো তাদের সহযোগিতা করার জন্যেই
আজকের পোষ্টটি। আজ আমরা দেখব
কিভাবে ফেসুবক আইডির পার্সওয়াড
পরিবর্তন করা যায়।
১। প্রথমে ইমেইল বা ফোন নম্বর লিখে পার্সওয়াড
দিয়ে ফেসবুকটি লগইন করুন।
২। এবার ফেসবুক ওপেন হলে Setting & Privacy
অপশনে গিয়ে ক্লিক করুন।
৩। এবার বেশ কয়েকটি অপশন আসবে সেখান
থেকে Security & Login বাটনে ক্লিক করে ভিতরে
প্রবেশ করুন।
৪। ভিতরে প্রবেশ করার পর Change Password
এ ক্লিক করুন।
৫। এবার তিনটা অপশন আসবে সেখানে লেখা থাকবে
Current Password
New Password
Re Type New Password
প্রথমটিতে বর্তমান পার্সওয়াড দিন।
দ্বিতীয় টিতে আপনি যে নতুন পার্সওয়াডটি দিতে চাচ্ছেন সেটি দিন।
তৃতীয়টিতে আবার নতুন পার্সওয়াডটি দিন।
এবার বক্স তিনটির নিচে Save Change লেখা আছে,
ঐটাতে ক্লিক করুন।
ব্যাছ আপনার কাজ শেষ।
আজকের মত এখানেই বিদায়,
পরবর্তী পোষ্টের জন্য কমেন্ট করে আপনার মতামত দিন।

Previous
Next Post »