সৌদিআরবের রেষ্টুরেন্টে গান-বাজনা বৈধ হলো










সৌদি বর্তমান ক্ষমতাশালী যুবরাজ
মোহাম্মদ বিন সালমান।
সালমানের হাত ধরেই সৌদিতে অনেক সংস্কার
সম্পাদন হয়েছে। এবার সৌদি যুবরাজ
হোটেল-রেষ্টুরেন্টে গান-বাজনা বৈধ্যের বিষয়টি
নিশ্চিত করলেন। তার অনুমোদনে এখন থেকেই
সৌদিআরবের হোটেল গুলোতে সবসময় গান চলবে।
এতে কোন নিষেধাক্ষা নেই।
এ নিয়ম গোটা সৌদিআরবে চলবে বলবে রাজ
দরবারে অনুমোদন পায়। যদিও ইসলাম ধর্মে
গান-বাজনাকে হারাম করা হয়েছে।
সৌদি যুবরাজ মুহম্মদ বিন সালমানের কাজ
গুলো নাস্তিক,ইসলাম বিদ্বেষীর মত অনেকেরি লাগে।
Previous
Next Post »