গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির সভাপতির
কার্যালয়ে মিটিং করেন, বিএনপির মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকে তিনি বলেন, ঢাকা উওর সিটি
কর্পোরেশনের উপ নিবাচনে
বিএনপি অংশগ্রহণ করবেনা।
এমনকি উপজেলা নিবাচনেও তাদেরকে প্রতিদ্বন্ধি
হিসেবে মাঠে পাওয়া যাবেনা।
এ সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আরো বলেন, এ সরকারের কারসাজি জনগন
দেখেছে। এ সরকারের আমলে সুষ্ঠু নিবাচন
অনুষ্ঠিত হতে পারেনা। তিনি নিবাচন কমিশন
নিয়েও বলেন, এই কমিশন সুষ্ঠু নিবাচন দিতে ব্যর্থ।
সার্বিক দিক বিবেচনা করেই আমরা সিটি কর্পোরেশন
ও উপজেলা নিবাচনে অংশগ্রহণ করবনা।
এছাড়াও গাইবান্ধা-১ ও কিশোরগন্জ-৩ জাতীয় সংসদ
নিবাচনেও বিএনপি অংশগ্রহণ করবেনা বলে তিনি জানিয়েছেন।
EmoticonEmoticon